10 July 2015

আপনার পিসির CD/DVD ROM কাজ করছে না ?? কি আর করা !! এদিকে আসেন, ঠিক করে দিই।…

আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা সবাই?আশা করি ভাল আছেন।
আজকে আমার এই টিউন টায় থাকছে কিভাবে কাজ না করা Cd Rom ঠিক করা যায়।
অনেক কম্পিউটারের অতি পরিচিত সমস্যা হল CD/DVD ROM কাজ না করা । যাদের এই প্রবলেম আছে, তারাই কেবল এর মজা (!!) উপলব্ধি করতে পারেন ।

তাহ লে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই মজার।টিউনটি।

যদি CD/DVD ROM-এ প্রবলেম না থাকে, অর্থাৎ ওটা যদি নষ্ট না হয়, তবে এই সমস্যা সমাধান করা যায় ।

দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটাঃ

1. Ctrl+R চেপে Run, এরপর regedit লিখে OK করুন ।

2. HKEY_LOCAL_MACHINE-কে collapse করুন ।

3.  এরপর System-কে collapse করুন ।

4. এরপর Current Control Set

5. এবার control..

6. এবার Class.

7. এবার {4D36E965...............} তে ক্লিক করুন ।

8. এবার ডানপাশে Lower Filters-এ রাইট ক্লিক করে delete করে বেরিয়ে আসুন ।

9. computer রিস্টার্ট দিন । আশাকরি এরপর আর সমস্যা হবে না ।সব কিছু ঠিক ঠাক চলবে।

0 comments:

Post a Comment