17 March 2015

এখন কোন প্রকার সফটওয়্যার ছারা আপনার ফোনের ফাইল হাইড করুন!

এটা Android এ কীভাবে করবেন। তাহলে এখনই Phone টা হাতে নিন আর শুরু করুন.................
১/প্রথমে আপনার phone এর default file manager এ যান।এবার সেখান থেকে phone এর left bottom টাতে চাপ দিন।তারপর settings এ যান।নিচের চিত্র গুলো দেখুন...।

২/ এবার  Show hidden files টাতে mark করে phone এর right bottom এ চাপ দিন।

৩/ এবার আপনার memory card এ ঢুকে ফোনের left bottom এ চাপ দিয়ে Create folder করুন।
৪/এবার আমি folder টার নাম দিলাম hide আপনি যেকোনো নাম ব্যাবহার করতে পারেন।শুধু লক্ষ্য রাখবেন যে নামের প্রথমে একটা (.) ডট থাকতে হবে।তারপর ok করুন।

৫/ এবার দেখুন তৈরি করা folder টা দেখাচ্ছে।এবার আপনি যে আপনার personal জিনিসগুলো hide করতে চান সেগুলো সব এই .hide folder এর  ভেতর Move করেন।

৬/তারপর আবার phone এর left bottom এ চাপ দিয়ে settings এ যান।

৭/ তারপর সেই Mark করা Show hidden folders টাকে আবার unmark করে দিয়ে back করুন।কাজ শেষ।

এবার দেখুন আর সেই .hide নামের folder টা দেখাচ্ছে না।এখন আপনার Gallery তে গিয়ে দেখেন যে Image/video/audio etc ঐ folder এর ভেতর Move করেছিলেন সেগুলো আর দেখা যাচ্ছে না।এখন আপনি ঐ folder টা দেখতে চাইলে আবার ১ নং নিয়ম এর মতো settings এ গিয়ে Show hidden files টাতে mark করে দিন। শুধু এটাই না এখন যদি কেউ মনে করেন যে PC তে memory card টা পুরলে হয়তো দেখা যেতে পারে সেটাও সম্ভব না।শুধু folder টার নাম দেখতে পারবে এর ভেতর ঢুকতে পারবে না। ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment